ছড়ানো ছিটানো সেই স্মৃতিগুলা
আমারে বারবার কষ্ট দেয়।
আর আমি
কাতর যতনের স্মৃতিগুলো বুকে পুষে রাখি।
এই ভেবে বিধাতা তাহারও
স্বপ্ন ভাঙার যন্ত্রণা দিবে।


আমি তাহার কাছে শুদ্ধতম হৃদয় চেয়েছি।
সে আমার প্রেমহীন কয়লা দিয়েছে।
আমি তাহার কাছে মায়া ভরা চোখ চেয়েছি।
সে আমার তৃষ্ণার্ত কাতর চোখ দিয়েছে।
আমি তাহার কাছে বাদলেরদিনে শেষ কদম চেয়েছি
সে আমার  শুভ্রতার শুভ্র জবা দিয়েছে।
আমি তাহার কাছে নিষ্কলুষ ভালোবাসা চেয়েছি।
সে আমায় এক নক্ষত্র দুঃখ দিয়েছে।
আমি তাহার কাছে আক্ষেপে হাত ধরতে চেয়েছি।
সে আমায় ছেড়ে অন্য প্রেয়সীর হাত ধরেছে।


তবে কেন?
আজ চারটি বছর পর তার সাথে দেখা!
হয়তো তার বুকেও একই ঝড় বইছে
যার সাথে আমায় যুদ্ধ করতে হয়েছিল
যুগের পর যুগ নক্ষত্র শতাব্দী অবধি
আর আজ সে আমার অবাক করে
নিজকে ছেড়ে আমার জন্য কাঁদছে।
৩০.০৩.২০২৪
সকাল ১১:৩০