তাকে চিনতে চেয়েছে মন
যার অকারণ টানে
ছিঁড়ে যায় মুখোশ .... কখন
মনে পড়ে পৌরাণিক চরিত্র
যাকে চিনতে চায়নি কেউ ....
দেব'নর্তকী .... উপেক্ষিত জন ।।


শত ঊরু বশ করেও ....
সাধন'সঙ্গী হয়নি তো কারো ....
ইন্দ্র রাজসভার শাপিত প্রাণা
লক্ষ্যভ্রষ্ট .... ছন্দপতনে
তাও মনে মন
খোঁজে সেই স্বাদ ।।


মর্তলোকে নেমে আসে ....
ধরণীর ধূলী-কণা মেখে
অন্বেষণে .... অতৃপ্ত সুখ
উন্মূখ হয়ে চেয়ে আসাদে'র চোখে
বাঁকা ভুরু‍‍'র নির্লজ্জ হাসি ....
প্রশ্ন করে .... সত্যিই কে দোষী
আমাদের লোভাতুর দৃষ্টি
নাকি অশান্ত যৌবনা
           ....নারী ঊর্বশী ।।


                            মৃত্যুন
                       2/10/2018