জানি তোমরা ভুলে গেছ আমাকে,
কিন্তু আামি চাইনা তোমাদের হারাতে।
আমি তোমাদের পেতে চাই,
কিন্তু আমার কোন উপায় নাই,
টিফিন পিরিয়ডে সবাই একসাথে খাওয়ার কিজে মজা,
আমরা সবাই টিফিন বন্ধু বলত মৌমিতা,
বন্ধুদের কথা পড়ে যখন মনে,
মনটা তখন যায় ভেঙ্গে ,
যখন আমার মনে পড়ে ছোটবেলা,
তখনই মনে পড়ে তাদের কথা,
তাদের মধ্যে থেকেই আমি হয়েছি এতটা,
শিক্ষকদের কথা কিভাবে পারি ভুলতে,
তাদের কত অবদান আমার জীবনে,
নাজমা ম্যামের বিজ্ঞান রাসেল স্যারের বাংলা ,
এখন আমার হৃদয়ে করে ঘোড়াফেরা,
কত দিন হয়ে গেল পেলাম না কারও ছায়া,
কেমন আছো চেতনার বন্ধুরা,
শিক্ষকেরা,
কত বন্ধু ছিল আমার চেতনাতে ,
তাদের কথা ভুলি কেমন করে ,
নিপু হাসান লাবীব সাদিক
সবাইকে আমার মনে পড়ে ,
একদিন তোদের কাউকে পেলে ,
বলতে চাই আমি ,
বহুদিন পড়ে ,
দেখা  হল তোমার সাথে,
এতদিন কোথায় ছিলে,
বল আমাকে,
কালবৈশাখীর দিনগুলোতে চোখে থাকতনা ঘুম ,
কখন যে সকাল হবে আম কুরাবার ধুম,
দিঘির পাড়ে বসে বসে বানাতাম কবিতা,
কেউ পড়তনা তাই রেখে দিতাম জমা ।
{আরাফাত ,পরশ,উৎস,হাবীব,হাসিবুর,সাদিয়া,মৌমিতা,তিতলি,মুশফিকা,রেজাউল,নিপু,স্নিগ্ধ,রাফিয়া,দিশা,অর্পন,আমার সকল ব্যচ ম্যাটদের,এবং সকল চেতনার শিক্ষকদের আমার তরফ থেকে শ্রদ্ধা ও ভালবাসা}
আমি আপনাদের ভুলবনা,
আপনাদের কি মনে আছে আমার কথা,
বোধ হয় না।
সবার ভবিষ্যত উজ্জল হোক
এই আমার কামনা,
ভাল থেকো চেতনার বন্ধুরা।