তুমি বন্ধু আমার ছন্দময় জীবনের গতিশীলতার বাহন
তুমি বন্ধু আমার রোদেলা দুপুরে শীতলতার শিহরণ
তুমি বন্ধু আমার মেঘের বুকে খুঁজে পাওয়া শত অভীমান
তুমি বন্ধু আমার তৃষ্ণার্ত পথিকের দীর্ঘশ্বাসের এক পশলা বৃষ্টি
তুমি বন্ধু আমার এ মনে জম্নে থাকা ভালবাসার অপার সৃষ্টি
বন্ধু তোমার অনুভবে আমি বুঝেছি
আমার হৃদয় কতটা কাতর,বিষন্ন,একা।


তুমি আছও দিনেরও শেষে মিষ্টি রোদে
আছও মিশে পাখ-পাখালির গানের সুরে
কোন এক অচেনা ভোরে নতুন পৃথিবীর বুকে
গভীর রাতে প্রিয়ালী বাঁশির সুরে
তুমি আছও মিশে এ হৃদয়ের প্রতিটি কণায় কণায়।


সুখেরও পরশে,প্রণেরও আরশে এভাবে রাখবো তোমায়
তুমিইযে অনামিশা,বালির বুকে জম্নে থাকা কাশফুলের কোমল ছোঁয়া
তুমিইযে নয়ন ভূলানো চাঁদের বুকে লিখে থাকা ভালবাসার নাম
অথবা কাঠ গোলাপের পাপড়ি ভেজানো পবিত্র পানির ঘ্রাণ
তুমিইযে স্বপ্নের মাঝে আরেকটি স্বপ্ন আনার প্রয়াস
তুমিই হে তুমিই ঝিনুকের ভেতরে লোকানো একটি নাম `বন্ধু’
কি উপমা দেব তোমায়,তোমার উপমা তুমি নিজেই
হেমন্তে ধানের পাতার উপর জম্নানো একফোটা শিশির
অথবা রাতের আকাশে নীহারিকা থাকে যেমন
তুমিই হে তুমিই খুঁজে পাওয়া দক্ষিনা হাওয়া
অথবা বাসন্তি ফুলে মুহ মুহ গুঞ্জন।


খুঁজে পাবে আমায় তুমি কষ্টের মাঝে
খুঁজে পাবে আমায় তুমি সুখেরও দিনে
অথবা একাকী থাকবে যখন
খুঁজে পাবে আমায় তুমি প্রকৃতির মাঝে
ঐ ঊঁষাড় সূর্য,চাঁদের আলোয়
খুঁজে পাবে যখন রাত নেমে আসবে
অথবা নতুন দিনের সূচনা হবে
আমি আসবো ফিরে আসবো
কথা দিলাম,তোমার বন্ধু হয়ে...।