তবুও চেয়ে থাকি,তুমি আসবে বলে
দেয়ালে ঘেরা সবুজে ভরা মুক্ত পরিবেশে
আবারও আমরা হৃদয়ে হৃদয়ে দুলি মাখামাখি করে
হেসে গেয়ে একাকার হব|


তবুও চেয়ে থাকি,তুমি আসবে বলে
আবারও আমরা হাতে হাত রেখে
নিঃসঙ্গতার ছিন্নমূ্ল উপড়ে নতুনের স্বপ্ন আর
অতীতের আশা মিশিয়ে,কুহেলীকে বিদায় দেব।


কতজনইতো আসে কিন্তু সেই হাসিতো আর কেউ হাসেনা
আজও বেলিফুল ফুটে আবার বিকেল হলে ঝরে যায়
কিন্তু আবির জাগেনা,তুমি আসবে বলে দেখ
চেয়ে দেখ সব সেজেছে নতুন সাজে।


তুমি আসবে বলে,আমিতো রীতিমত স্তব্ধ
তোমার আলিঙ্গনে আজ শুষ্ক কণ্ঠ আবারও
হিমেলের ছোঁয়ায় নতুনের প্রাণ পাবে
আবেগাপ্লুত অন্তরের অন্তস্তল থেকে জানাবো তোমাকে প্রীতি
দেখ,করিডোরে বাজবে গান নতুনের ভাজে।


তবুও চেয়ে থাকি,তুমি আসবে বলে
গোধূলীর বেলা থেমে যায় নেমে আসে রাত
বসে একা একা তাঁরা গুনি আর ভাবি
সকাল হলে তোমার কিরণে উদ্ভাসিত হয়ে মন রাঙাবো।


তবুও চেয়ে থাকি,তুমি আসবে বলে
আবারও গিড়িমল্লিকা ফুটে কাননে কাননে,কলরব জাগে
প্রতিক্ষা আজ ইতিটানে আর কহে
নতুন দিগন্তের পথ উম্নচিত হলে উম্নিলিত চোখে তাকিয়ে রব।


আজ আমরা কত কাছাকাছি ,উৎফুল্লের ভাষা চোখে মুখে ফুটে
নেই ছন্দের কমতি,আনন্দনের অবসান
ভাগাভাগি করে নেব বিহ্বল হয়ে যত সব ব্যাথা
তুমি আসবে বলে,দেখ চেয়ে দেখ,লজ্জাবতীও আজ মিলিয়েছে লাজে
তুমি আসবে বলে।