তোমার সাথে আবার এভাবে দেখা!
হয়তো প্রকৃতিই চেয়েছিল খুব করে।
নয়তো,কাঠপোঁড়া রোদে অতিষ্ঠ গরমে,
হঠাৎ তুমি! সাথে নামল প্রশান্তির বৃষ্টি।


মনে পড়ে? আষাঢ়ের রিমঝিম বৃষ্টিতে ভেজা,
ঝিলের পানিতে দু'পা ভিজিয়ে বসে থাকা,
হাঁসগুলোর হাকডাক, পদ্মলতা ও পানির খেলা,
সুযোগ বুঝে, আমারও ছুঁয়ে দেয়া,
বর্ষার জল, তোমার কোমল অধর, চিবুক, ঠোট,
লাজ-লজ্জ্বার বেড়াজাল ভেঙ্গে কিছু উষ্ণ চুম্বন!


শোন মেয়ে, তোমায় ভালোবেসেছি -
ভালো রাখার জন্য। তা আছো, থেকো।
এই খুশি! জেনে নিও এই আমার -
ভালোবাসার অনুচ্চারিত অভিধান।


¤ রচনাকাল - ১৬ আগষ্ট,২০১৪
   সময় - রাত ১২:৫২ মিনিট।