পুবের আকাশটা রক্তিম আভায় সেজে ওঠে প্রথম প্রহরে,
এলোমেলো বিছানায় রোদের পরশ ঢেলে নিত্য জাগায় সূর্য।
সে কাজে তুমিও এক কাপ চা হাতে, আহ্! খুব গরম,
যেন হৃদয়ের উষ্ণতা ছড়িয়ে দিতেই উষ্ণ ধোঁয়ার উৎসব।


আজ নয় কাল এই করে করে অলসতার বৃত্ত পূরণ,
নাহ্! তা ভেবো না। আমি স্বার্থপর, হারাবার ভয় হয়।
অমানবিক ও হতে পারিনি কখনো, তাই আজও ভাসে -
বয়ে যাওয়া দিনগুলোর স্মৃতি চোখের কোনে জল হয়ে।


মানুষটা আমি বড্ড স্বার্থপর, ভালোবাসা পাবার তীব্র লোভ!
দেখতে চাই তাই কান্নায় ভেসে আসা আবেগ মিশ্রিত বিশুদ্ধ জল,
বারবারই, তোমার চোখে, হৃদ পাজরে রাখা আমার প্রতিচ্ছবি।
ভেবো না, জল গড়িয়ে পড়ার আগেই তা মুছে, দেব উষ্ণ চুম্বন।


আমি স্বার্থপর, বোধহয় খুব বেশিই নিজের স্বার্থ খুঁজি।
আচ্ছা, তোমাকে পাবার জন্য একটু স্বার্থপর হলে কি এমন ক্ষতি?


রচনাকালঃ ২৮ অক্টোবর, ২০১৪।
রাতঃ ২:৪৫ মিনিট।