** ২/৩ মাস আগের লেখা এবং আগে প্রকাশিত হয়েছে, তবুও রিপোষ্ট করলাম কারন ৭১ এর হায়না সর্দারের বিচারের নামে প্রহসনের রায়ে খুশি হয়েছি!!!!!!
হ্যাঁ আমি খুশি হয়েছি, কারন আমার মুক্তিযোদ্ধা বাবা গত ২২ নবেম্বর-১০১২ইং মারা গেছেন। বাবাকে আজ লজ্জিত হতে হয়নি, ব্যথিত হতে হয়নি, নিজের রক্ত-ঘামে কেনা প্রিয় স্বদেশ আজ মুক্তিযোদ্ধাদের যে প্রচন্ড চপেটাঘাত উপহার দিয়েছে তা বাবাকে স্পর্শ করতে পারেনি!! তাই আজ আমি অনেক খুশি, এবং খুশিতে রিপোষ্ট করলাম.............ক্ষমা করবেন....



রাজাকারের আস্ফালন আর


দেখবো কতোকাল


বীর বাঙালী নপংসুক তাই-


বাংলার এই হাল!



রাজাকারদের ক্ষমা করা


ছিলো বিশাল ভুল


চল্লিশ বছর পরেও জাতী


গুনছে তার মাশুল!!



নিজের হাতে খাল কেটে হায়


কুমির ডেকে আনি


বীর বাঙালী চল্লিশ বছর


টানছে ভুলের ঘানি।



আমার বাবা’র রক্তে কেনা


সোনার বাংলাদেশ


পাকি দালাল সোনার দেশে


কেমনে থাকেন বেশ??



এ কোন দেশে আছি  আমরা


বাস করছি সবাই


পাকি জারজ দালাল আজো


করছে মোদের জবাই!!



চল্লিশ বছর পরেও ওরা


কোথায় পায় এ শক্তি


বাংলার তরুন, যুবা কেনো


ওদের করেন ভক্তি??



বিজ্ঞানের এ যুগেও যদি


তরুনরা হয় অন্ধ


সুখি সুন্দর দেশ গড়ার পথ


হয়ে যাবে বন্ধ।



তরুন যুবক জাগো আবার


একাত্তরের মতো


চলো এবার নিধন করি


পাকি দালাল যতো।।


……………………………………………..


স্বপ্নবাজ