বাহ্ বাহরে বাহ্ প্রধানমন্ত্রী
খেলছেন দারুন খেলা
সোনার বাংলা নাচছে যেন
জমছে রঙের মেলা।


হায়নার সাজা ৯০ বছর
দোসরকে দেন ফাঁসি
আমরা বাঙাল চেয়ে দেখেন
খুশিতে আজ হাসি।


মুক্তিযুদ্ধের চেতনা আজ
দেখছি সবাই চেয়ে
খুশিতে তাই ঝর্ণা যেন
ঝড়ছে দু'চোখ বেয়ে।


মুক্তিযোদ্ধার রক্ত আজো
গুমরে কাঁদে শুনি
৪০ বছর দিলেন ধোঁকা
সেঁজে ঋষি-মুনী।


স্বাধীনতার জন্য দেশে
বইলো রক্ত নদী
রক্ত নদী পাড়ি দিয়ে
পেলেন দেশের গদী।


গদী পেয়ে রক্ত নদী
গেলেন আপনি ভুলে
বুকের কষ্টে কাঁদছে বাংলা
চড়বো সবাই শুলে।


যাদের রক্ত চুষলো ওরা
একাত্তরের হায়না
গোপন বৈঠক করে ওদের
রক্ষা করেন বায়না!!


শহীদ আত্মা প্রশ্ন করেন
এই শুধীলি রক্ত ঋন
জবাব জানা নাই যে আমার
নিজের প্রতিই লাগছে ঘিণ।।।


শেষ করতে পারছিনা.....................কিছুই লিখতে পারছিন...... আসরের কোন বন্ধু যদি পারেন লেখাটি দয়া করে শেষ করতে পারেন। আমি হয়তো জীবনে আর কিছুই লিখবোনা। কি লিখবো?? কি হবে লিখে?? এদেশে ফেসবুক স্টাটাসে কারো মৃত্যু কামনার অপরাধে ৬ বছরের জেল হয়, আর ত্রিশ লক্ষ মানুষ হত্যাকারী মুল হায়নার সাজা হয় ৯০ বছর!!! এ লজ্জা আমরা কোথায় লুকাবো!! কি দিয়ে ঢাকবো এ লজ্জা!! কেউ কি বলবেন...............


!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ধুর গতকাল হায়না সর্দারের বিচারের রায় শোনার পর থেকে মন ও মেজাজ কোন ভাবেই স্থির করতে পারছিনা।
মনে হচ্ছে যে, যাদের রক্ত-ঘামে আমার স্বাধীন দেশ, তারা প্রচন্ড ঘৃনায় আমার মুখে থু থু নিক্ষেপ করছে। আর এই অক্ষম আমি নতমুখে দু'ফোঁটা অশ্রু বিসর্জন করছি।
গত ৪২ বছর মুক্তিযুদ্ধ নিয়ে আমরা শুধু ব্যবসা করে যাচ্ছি। আর মুক্তিযুদ্ধের চেতনাধারী দলটি যারা বর্তমান ক্ষমতায় আছেন তাদের চেতনার রুপ দেখে স্তব্ধ হয়ে আছে আমার সোনার বাংলা। ............।


ত্রিশ লক্ষ শহীদ আত্মা
প্রশ্ন যদি করে
কেমন করে শুধবি এ ঋণ
লুকাবি মুখ ঘরে,,,,,,,,,,,,,,,ক্ষমা করবেন আর কিছু লেখা সম্ভব হচ্ছেনা......।।