***খনার বচনের কথা সবাই জানি, তবে আমি যে বচনের কথা বলবো তা খনাকেও হারিয়ে দিয়েছে। আগামী কয়েকটা পর্বে আমাদের মহান নেতাদের “বচন” বয়ান করবো, অর্থ ঠিক রেখে সামান্য সংযোজন/বিয়োজন করতে হয়েছে। জানিনা কিছু হয়েছে কিনা…..



আমি আছি তাই……………. (প্র.মন্ত্রী বচন)
বাংলা নিরাপদ
উনি যদি না থাকে
তবে বাংলা কি হবে বধ!!


আমার চেয়ে বেশি…………… (প্র.মন্ত্রী বচন)  
দেশ প্রেমিক কে আছে?
তাইতো কেয়ার করে না সে
যে যাই বলুক পাছে!!


বেয়াই আমার রাজাকার………(প্র.মন্ত্রী বচন)
তবে যুদ্ধাপরাধী নয়..
তবে কি ভাই সারাবিশ্ব
মিথ্যা কথা কয়!!!


চোর-বাটপারদের সঙ্গে ………(প্র.মন্ত্রী বচন)
কিসের বৈঠকে বসবো..
লুটেরা-পীর নিয়ে আমি
লাভের হিসেব কষবো!!


আলীগ ছাড়া বাকিরা …………(প্র.মন্ত্রী বচন)
শুধুই লুট করে..
অতি সুখে মানুষ এখন
নিজেরাই ডুবে মরে!!


দেশের মানুষ এখন……….(প্র.মন্ত্রী বচন)
৪ বেলা করে খায়…
পথের ধারে শিশু বলে
ক্ষুধায় কান্দে মায়।


উচিৎ ছিলো মাঝে-মধ্যে…….(প্র.মন্ত্রী বচন)
বিদ্যুৎ বন্ধ রাখা
আম-জনতা এখনি বোঝে
কেমন লাগে তালপাখা….


তত্ত্ববধায়ক আনতে চাইলে……… (প্র.মন্ত্রী বচন)
নির্বাচন না হবে
যেমন করেই হোক
আমার শাসন জারি রবে।


শেয়ার মার্কেটে কোন ইনভেস্টর নাই...(অর্থমাল বচন)
সব জুয়াড়ি..
অতি শিক্ষায় শিক্ষিত মাল
বাকি সব চাষা খোয়াড়ী!!


মুক্তিযুদ্ধ করছে জিয়া ……(মতিয়া বচন)
মন থেকে তা নয়
৭৩ এর ডুগডুগি আজ
উল্টো কথা কয়।


পেঁয়াজ না খেলে…. (খাফারুক বচন)
কিবা হবে এমন
৭৪ এ লবন বিহীন
ভাত লাগতো যেমন!!


জন্মের পরেই ‘মা’ না বলে…….. (স্বটুকু বচন)
“জয়বাংলা” বলে কাঁদে
৪০ বছর পরেও বাংলা
আঁটকে আছে ফাঁদে।



আমার নেত্রী জীবনে কখনো...(মরহুম জিল্লুর বচন)
মিথ্যা কথা বলেনি!
তাই বুঝি হায় সোনার বাংলায়
সত্যের ফল ফলেনি!!
.................................


স্বপ্নবাজ
১'জুন-২০১৪ইং
গুলশান-২, ঢাকা।