ওড়ার যদি ইচ্ছে থাকে
মোর আকাশে ওড়ো
বাঁকা চোখের চাহনি দিয়া
মনটা কেনো পোড়ো।


ভালোবাসা দিয়েছিলাম
কতো যতন করে
ওড়ার নেশায় ভুললে সবই
পর করিলি মোরে।


ফুলে ভরা বাগান দিলাম
দিলাম শষ্যভূমি
সব ভুলিয়া গেছো চলে
উড়ছো বন্ধু তুমি।


একলা আকাশ ছিলো আমার
লিখে দিলাম তোরে
আমায় শূন্য করে গেছো
কোন সে অচিনপুরে।


তোর আশাতে থাকি বসে
আসিস যদি ফিরে
খাঁচার পাখি যেমন আসে
সাঁঝের বেলা নীড়ে।


উড়ে তুমি যাবে কোথায়
যাবে কতোদুরে
ভালোবাসার বাগান সেতো
আমার অচিনপুরে।
………………………………………………………..
স্বপ্নবাজ
২০ ফেব্রুয়ারী-২০১৫ইং
ঢাকা।