হায়রে জীবন এমন যে তুই
জানলাম নারে আগে
জনম ভরে খাচ্ছে যে এখন
মনের চিতা বাঘে।


ভালবাসা বাস্তবতার
মাঝে কাঁচের দেয়াল
সাদা চোখে যায়না দেখা
কেউ করেনা খেয়াল!


এক সময় যা ভালবাসা
এখন ওসব ভিন্ন
খাঁচার ভেতর সুখ পাখিটার
হৃদয় ছিন্ন-ভিন্ন।


সাত রাজার ধন সুখ পাখিটা
কাঁদছে দিবা-রাতি
কোন পাপে হায় জ্বলে না আর
আমার ঘরের বাতি !


ভালবাসার ফুল বাগানে
ফোঁটেনা আর ফুল
সত্যি কি আজ ধরে নেবো
সাত জনমের ভুল!!
..............................


স্বপ্নবাজ
১০' নবেম্বর-২০১৫ইং
ঢাকা।