কালোর মাঝে সাদা
কৃষ্ণের আছে রাধা
বৃষ্টিতে হয় কাদা
ভাইকে ডাকি দাদা।


দুঃখে মানুষ কাঁদে
আবার স্বপনেতে বুক বাঁধে
গরীব কচু রাঁধে
কেউবা দুখী সাধে।


যদি কিছু রটে
কিছু সত্য বটে
পানি শুন্য গটে
চাপায় মানুষ পটে।


কষ্টে কাঁদে বাপে
খোলস পাল্টায় সাপে
ভয় পেয়ে কেউ কাঁপে
মানুষ বদলায় পাপে।
…………………………….
স্বপ্নবাজ
১২’অক্টোবর-২০১৫ইং
ঢাকা।