কবি লিখেন যা; কবিতা।
আমি লিখি যা; দুঃখের ভনিতা
বেদনার মর্মর ঝরা পাতা।


মল্লিকা!
তুমি আমাকে সাহস দিতে গিয়ে
মাঝে মাঝেই বলে থাকো,
'লিখে লিখেই একদিন কবি আর কবিতা।'
এসবই যে তোমার আপন বিশ্বাস বিরুদ্ধ
ভেবে নিয়েছ আমি কিছুই বুঝি না তা
আমি গাধা হলেও নই অতটা।


আমি জানি,কবি আর কবিতা হবার নয়।
যুগে যুগে যুগের প্রয়োজনে
বিধাতার কাননে
কবি আর কবিতারা স্বশরীরী জন্ম লয়।