আধুনিকতার চক্রব্যূহে মরছো পিষে পিষে ,
কালবেলাতে মাতৃভাষায় অশ্লীলতা মেশে।
এই প্রভাতে দৃপ্ত কণ্ঠে সমন হয়েছে জারি,
বাংলা ভাষার অর্জুন হোক একুশে ফেব্রূয়ারি।
তোমরা যতই কবর খোঁড় সাজাও তাহার চিতা,
নিবের ডগায় আবহমান নাটোরের বনলতা ।
বাঁচবে তুমি সুধীন কিংবা শঙ্খ ঘোষের নীড়ে ,
মননে মননে রবির উদয় ধানসিঁড়িটির তীরে ।
যাত্রাপথে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার ,
একুশে কবির রানার আনবে লালনের অধিকার ।
বেঁচে থাকো মোর প্রাণের ভাষা ডানামেলা গাঙ চিলে ,
সংকীর্তন, দোহার কিংবা হোক কলরব মিছিলে ।
শব্দনদী বাঁক নিলো আজ কোপাই নদীর ধারে ,
বেদুইন মন দুধেভাতে থাক বাউলের একতারে ।
অন্তহীন ওই তুলসীমঞ্চে পিদিম জ্বলছে তাই ,
মুখে মুখে যেন অস্ফুটে ফোটে বর্ণপরিচয় ।
আজকে যখন শিয়রে বসে নেমেসিস্ নাড়ে কড়া ,
বজ্রমুঠোয় হাপর টানুক শেষের কবিতারা ।