পাঁজরে বারুদ যাদের রক্তে প্লাবন অথৈ ,
বাহান্ন তে তারাই ছিল বাংলা ভাষার ছই।
বুলেট সেলের সামনে সেদিন চিতিয়ে ছিল তরুণ বুক,
মিছিলজুড়ে ব্রহ্ম নিনাদ " রাষ্ট্রভাষা বাংলা হোক "।
রফিক-শফিক জব্বার-বরকত আর না জানি কত ?
সাক্ষী আজও পিচঢালা পথ তাদের রক্তস্নাত।
আজ যদিও মায়ের ভাষা লুকিয়ে আঁধারকোণে ,
বিকৃতি আর বিভূঁই ভাষার অমোঘ আগ্রাসনে।
রক্তঝরা সেই প্রভাতের স্মৃতিমেদুর নাই বা হোক ,
অমলিন থাক চেতনায় রাঙা আমার ভাষার মুক্তস্রোত।