এক যুবকের স্বপ্ন ছিল
"এ দেশের বুকে আঠারো আসুক নেমে "
এক যুবকের সেই আঠারো ,
ভোরের আগেই বৈতরণী ,
বরফ ঢাকা লাশঘরে আজ খবরের শিরোনামে।
স্বপ্নপূরণ, অন্য জীবন, তার কি ছিল মনে ?
ঠিক কতটা জল চিক্চিক সেই মাহেন্দ্রক্ষণে ?
আর কতটা পারতে হতো টিকে থাকার খেলায় ?
যুক্তি গপ্পো তক্কো না হয় থাক এ কালবেলায়।
যে আবহে মেধার কর্ষণ,
বাতাস জুড়ে  'হোক কলরব' ,
আজ দেখি তার করালগ্রাসে ,
একটি জীবন অকিঞ্চিৎ 'শব'।
মানুষ বলতে "মান-হুঁশ" বুঝি,
নইকো রাজি অন্যথায়।  
মনুষ্যত্বের এজলাসে তাই ,
যাদবপুর আজ কাঠগড়ায়।।