তোর নয়নঘেঁষা তিল,
তোর হাইলাইটেড কেশ।
মনে জাগালো সেই ফীল,
যার কাটবে নাকো রেশ।
তোর পটলচেরা চোখ,
তোর ঝুমকো কানের দুল।
যেন সঞ্জীবনী শ্লোক,
আর হাসনুহানার ফুল।
তোর উথালপাথাল মন,
তোর ভাঙতে পাড়ার সুখ।
আলোয় ভরাই নীপবন,
কিংবা মাতলা নদীর বুক।
তোর অকারণের  স্নেহ,
তোর অল্প দাবিদাবা।
আজও আমার মহীরুহ,
আর হিন্দু মনের কাবা।
তোর পিছন ফিরে দেখা,
তোর কেমনতর চাওয়া।
আমায় নতুন করে শেখা,
একটু ভালো মানুষ হওয়া।