এক ফালি রোদ আর নিশীথের মৌনে ,
বুমেরাং আহাজারি ,
সোয়া, সাড়ে , পৌনে।


নৈঋত কোণে ভাসে মাদলের বাজনা ,
স্মৃতিদের কড়ানাড়া ,
আজও লাগে খাজনা।


মাস্তুল ছাড়খাড় বান ডাকে মরমে ,
মৌনতা বাঙ্ময় ,
নিব ভাঙা কলমে।


নিয়নের আলো জ্বেলে রাত্রির মৌতাত ,
সোহাগের সাম্পান ,
না পাওয়া টা মনে থাক।