নিয়তিবেলায় উঠেছে জেগে কালসর্পের বেণী ,
পৃথিবীজুড়ে মুখরিত হয় মৃত্যুর যাত্রাধ্বনি।
আজি বসন্তে কৃষ্ণচূড়ারা অকালে পড়েছে ঝরে ,
প্রগতির মুখ চাপা পরে গেছে নিথর দেহের পরে ।
তিলোত্তমা জড়তা পেয়েছে রাষ্ট্রীয় ফরমানে ,
দিনের উপর দিন জমা হয় ক্যালেন্ডারের কোণে।
চেনা সমীরণে কান ছুঁয়ে যায় নিস্তব্ধতার ধ্বনি ,
নেই কোলাহল, নেই যানজট, ট্রাফিকের ক্যাকোফোনি ।
অফিসাবেলায় অফিসপাড়ায় নেই সে চাঁদের হাট ,
বইপাড়াটাও আজকে কেমন দেখায় গড়ের মাঠ ।
নিয়ন আলোয় সাহেবপাড়া উঠছে না আর মেতে ,
গড়িয়াহাটাও বাদ পড়েনি এই অশনি সংকেতে ।
দিনমজুরের কোদাল রুখে কোপ মেরেছে অভাব ,
ক্ষুধিত পাষাণ হাহাকার করে, কেউ করেনা জবাব ।
কে কার ক্যাডার এসব ভুলে লড়ছে এখন রাষ্ট্র ,
ধর্ম ছেড়ে এ কালবেলায় মানুষ ই মারণাস্ত্র ।