গবেষণার গ্যাঁড়াকলে ব্যস্ত থাকেন ইনি,
কিবোর্ড ঠোকার ফাঁকে ফাঁকে গল্প পড়েন তিনি ।
হাতে আছে সৃষ্টি আর ধন্য তুলির টান ,
কুয়াশার ফাঁকে উঁকি মারে তার নস্ট্যালজিক প্রাণ ।
হুগলির মেয়ে পরিপাটি খুব একটু স্বল্পভাষী ,
অঙ্গে তাহার চমক বাড়ায় ভুবন ভোলানো হাসি ।
মাথার পরে লুটাই তাহার  নিকষ কালো কেশ,
জেনেছি তাকে নিজের মতন একটু কিংবা বেশ ।
আধুনিকা সে তবুও তাকে মন দিয়ে যাই চেনা,
কাটানো সময় জমিয়ে রেখেছি কড়ি দিয়ে সব কেনা ।
ভিন্ন মোরা পুণ্যে পাপে শুধু জীবন সুতোয় গাঁথা ,
মিষ্টি মেয়ের অনাদর করে নাম রেখেছি আতা।