সাত কোটি জোড়া চোখ শান্তির জন্য খুঁজেছিলো এই স্বাধীনতা,
দু'মুঠো ভাতের জন্য চেয়েছিল এই স্বাধীনতা।
হয়তবা এসেছে স্বাধীনতা তবে কোটি জোড়া চোখে আজও অশ্রু,
হয়তবা লেখা হয় স্বাধীনতার গান অথবা কবিতা তবে উদর থাকে অভুক্ত।।


পিদিম সেদিন জ্বলেছিল দিতে স্বাধীনতার আলো,
আকাশের বৃষ্টি ফোঁটা ঝরেছিল শান্ত স্বাধীনতা হয়ে।
আজ এসেছে স্বাধীনতা তবে ঘর জুড়ে আঁধার,
আজ স্বাধীনতা আছে তবে ঝরেনা শান্তির জল আর।।


২৬-০৩-২০১৭