নির্জন অন্ধকারে একা, আমি ক্রমশ হেঁটে যাই,
সকল বেদনা লুকাতে কেবল তোমার চোখের পানে।
তাড়িয়ে দাও তুমি বহুদূরে, অচেনা মনে করো মোরে,
তবুও আমার কাছে তুমি ছাড়া কোন আশ্রয় নেই বলে,
জোনাকির মতো বিবস্ত্র উন্মাদনায় পুড়ে যাই সারাক্ষণ।
নাগরিক জীবনের সব বেদনা পোহাতে যেমন,
বাউণ্ডুলে একটি শালিক ডেকে মরে দেয়ালের পরে একা।
.
২৭/০৪/২০২২