জিবনের প্রথম অধ্যায়েই আমি
আমায় ভুলতে পারবে কি তুমি
সন্ধা হলেই পরবে মনে
আসবো না আর তোমার টানে
শুধু স্তৃতি হবো তোমার গভীর প্রাণে।
জিবনের দ্বিতীয় অধ্যায়ে যারে
সামাজিকতার দায়ে নিয়েছো মেনে
সে আসবে না তো নীড়ে
এক্ষান্তই তোমার টানে ফিরে
সে আসবে সব সেরে, রাত্তি করে
শুধু তোমার থেকে কাঁঠালিচাপার ঘ্রাণ নিতে
আমার মতো করে রাত জেগে সে
হাতে হাত রেখে জানলার পাশে বসে
দেখবে না ঐ রুপালি চাঁদ
আমি আসবো তখন তোমার মনে
শুধু স্তৃতি হবো তোমার গভীর প্রাণে
কাঁদবে সেদিন তুমি অঝোরে কাঁদবে
জিবনের প্রথম ভাগেই বারবার হারাবে।
জিবনের তৃতীয় অধ্যায়ে, ভাবছো পাবে সুখ
না হবে না, তা হবে না
এই ভাগে শুধু ফাঁকা আর খাঁ খাঁ
তবুও এই ভাগে এসেও পাবে
জিবনের প্রথম ভাগকেই তুমি
যদিও আসবো না তোমার পাশে, তোমার টানে
তবুও স্তৃতি হবো তোমার গভীর প্রাণে।