তুমি ছাড়া হব শূণ্য, খুব একা
ভাবতে পারিনি কখনো, আমি একা।
পারবো তুমিহীনা, আমি একা
কাটাতে দিন, কাটাতে রাঁত।
কিন্তু ভাবতে পারো আমি একা
আজ তুমিহীনা, তুমাকে ছাড়া।
কত প্রশ্ন, কত কথা
জাগে এই মনে আমি একা।
কত স্তৃতি, কত স্বপ্ন
আজ করে খেলা, মনে একা
আজো কেউ নেই, আমি একা।
মনের মণি কোঠায়, তুমিই একা
যার ছবি আজো একে যাই
আমি একা।
তুমি হাঁসো আমি, দেখি একা
স্বপ্নগুলো ছিলো বেশ
তুমিহীনা ভেঙ্গে গেলো সব রেশ
তাই হয়তো আজো, আমি একা
তুমি ছাড়া ভীষণ রকম, আমি একা।