নিজেকে হারিয়ে কাজের ভিড়ে
ভুলতে চেয়েছিলাম তোমায়
কিছুতেই ভুলতে দেয়না হৃদয়
স্তৃতিগুলো শুধু কাঁদায় আমায়।
বাতাসও এসে দেয় কানে কানে
শুধু তোমারই প্রতিধ্বনি
আঁকাশ পানে চাইলেও
মেঘেঁও ভেসে ওঠে তোমারই প্রতিচ্ছবি
যখনি দেখি রাতের চাঁদ
সেই খানেও উকিঁঝুকি তোমার।
এভাবেই কাটে প্রতিটা দিন আজ
যেখানেই যাই সেখানেই পাই
তোমারই প্রতিচ্ছবি আর প্রতিধ্বনি।
তুমি ভাসিয়ে দিলেও ভালবাসা
ভালবেসে ভাসাতে পারেনি, আজো এই অভাগা।
তুমি শান্তি খুজেই নিয়েছো
এক অজানা বুকের আস্তানায়
আর আমি আজো অপেক্ষায়।
ঘূর্ণিঝড়, সাইক্লোন, মহাপ্রলয়
এসে ধ্বংস্ব করে দিয়ে যাবে সব
অবশিষ্ট যা থাকবে তা আমি
একেবারে শেষ কিনারায়, তোমার অপেক্ষায়
যদি ফিরে এসে বলো
আজো, ভালবাসো আমায়।
আমি খুঁজে নেবো তোমায়
পুরানো সেই তোমাতেই।