তুমি কি হৈমন্তী
নাকি তুমি বিলাসী
নাকি আমার গুরুর
দেবদাসের পারু।
তোমাকে জানি তো
খুব করে চিনি তো
তুমি কে, তুমি কার
তুমি লোভী, তুমি টাকার
তুমি যাকে তাকে
যে কেউ তোমাকে
আধুনিকতার আদান প্রদাণে
পাইতেই পারো যাকে তাকে
আর যে কেউ তোমায়
তাই দেই-নি আমায়
আমি পাইতে তোমায়
আমি আমায় দিলাম
ভালবেসেই আমায়।