কী ঘর তুমি ভাঙো বন্ধু
কী ঘর তুমি বান্ধ,
না জানিলে সত্য-মিথ্যা -
চোখ থাকিতে অন্ধ।।


ভাবি -
মিছে আশায় কাটলো জীবন
মিছে ভালোবেসে,
স্বপন ভাঙিয়া দেখি
শূণ্য অবশেষে!
বন্ধু, এ কেমন দ্বন্দ্ব?
চোখ থাকিতে অন্ধ।।


ও-ও,
তোমার চোখের সূর্য করে
আমার আকাশ আলো,
তোমার ঠোঁটের মধুর হাসি
লাগে এত ভালো!
তবুও কেন জীবন যেন
নাই সুর, নাই ছন্দ!
হায় রে, চোখ থাকিতে অন্ধ।।


বন্ধু,
যার পিরিতে অন্ধ হয়ে
কাটাইলা জীবন -
সে তো কেবল ছায়া, ভাবো
আসল জনা কেমন!
নিলয় বলে মায়ার জগত
ছায়া ভালোবেসে -
বন্ধু, নাই তো কোনো দ্বন্দ্ব!
হায় রে -
চোখ থাকিতে অন্ধ।।


বন্ধু,
কী ঘর তুমি ভাঙো আবার
কী ঘর তুমি বান্ধ,
না জানিলে সত্য-মিথ্যা,
চোখ থাকিতে অন্ধ!
বন্ধু, চোখ থাকিতে অন্ধ!
হায় রে, চোখ থাকিতে অন্ধ ।।
-------------------------------
# এম সানাউল হক
২৬ এপ্রিল ২০১৮, ঢাকা
ওয়েবপেইজ:  www.facebook.com/Niloy.myskytofly