যেন বুনো হাঁস
শীতের শব্দে খুঁজি সুখের ঠিকানা,
দাও রোদের ঝলক -
বাকী পথ পলকে চেনা!
কিংবা সপ্তর্ষী হও রাতের আকাশে,
সঠিক পৌঁছে যাবো অটল বিশ্বাসে।


লুকাবে?
অথবা গুটাবে শরীর শামুকের শাঁসে?
- পারবে না,
জীবনের তাবৎ জমিন চেনা আঁশে আঁশে।


ব্রহ্মচারী অথবা ফেরারী যা-ই সাজো হালে,
তাহলে –
বেলা শেষে পুড়বে মনস্তাপে,
ঝকঝকে তলোয়ার তোলা আছে খাপে!
-----------------------------------
#এম সানাউল হক
২৭ আগস্ট ২০০১, ঢাকা
ওয়েবপেইজঃ www.facebook.com/Niloy.myskytofly