নোড়ো না, নোড়ো না !
ঠিক যেমনটি আছো তেমনি শুয়ে থাকো -
সারারাত তোমার যে ছবি আঁকছি
তা আর একটু বাকি -
নিমীলিত প্রশান্তিময় চোখ
এলোচুলের আড়ালে চিবুক
গ্রীবার কালো তিল
ওষ্ঠে ঈষৎ হাসি,
কোমরের ঢাল বেয়ে উঠা
কী বাঙ্ময় নিতম্বের নিখুঁত জমিন,
নির্মোহ পদযুগল!
তোমাকে ঘিরে আছে
সদ্যসমাপ্ত রাত্রির ঘ্রান---


হঠাৎ আড়মোড় ভেঙে
ক্যানভাসের চাদর সরিয়ে
আলতো পায়ে নেমে এলে,
নির্ভার শরীরে আলুথালু পায়ে
অবলীলায় হেঁটে গেলে,
মোনালিসার মতো মোহময় হেসে
হাতে তুলে নিলে রঙ ও তুলি
ছুঁড়ে দিলে নির্বোধ ইজেলের গায়ে,
হৃৎপিণ্ডের ওপর আমার হাত রেখে বললে,
'এই নাও তোমার ক্যানভাস,
আঁকো স্বপ্ন, কল্পনার রঙে!'


আমি স্বপ্নাবিষ্টের মত
নির্বাক তাকিয়ে থাকি,
স্বপ্ন ও বাস্তবের মাঝামাঝি
এক অজানা দোলাচলে
আদিমতম ক্যানভাসে আঁকি
জীবনের শ্রেষ্ঠতম ছবি!
--------------------------------
# এম সানাউল হক
২১ এপ্রিল ২০১৭, ঢাকা
ওয়েবপেইজঃ www.facebook@Niloy.myskytofly