রাখবে কি মনে আমায়?
যেদিন আমি থাকব না ;
যেদিন দেব পাড়ি অজানায় -
ছাড়িয়ে যাব পৃথিবীর সীমানা।


যখন সময়ের টান পড়বে -
জীবনের সূর্যটা হবে অস্তগামী ;
চোখের আঙ্গিনায় ভাসবে কত
রঙিন স্মৃতি প্রিয়জনদের ঘিরে!


তবুও পারব না থাকতে পৃথিবীর 'পরে -
সাড়া দিতে হবেই শাশ্বত ডাকে।
যেদিন ঘর বাঁধব পৃথিবীর
সীমানা ছাড়িয়ে -
সেদিন আমায় কি করে দেবে পর?
নাকি ঠাঁই দিবে আমার স্মৃতিটুকুরে -
তোমার পরানে!


যেদিন ছিঁড়ে যাবে জীবন নায়ের পাল-
আর আমি মিশে যাব মাটির ধূলি বালিতে ;
চিরতরে তোমার চোখের আড়াল হব!
সেদিন কি আমায় ভুলে যাবে?
নাকি রাখবে মনে আমায় -
আর আমার স্মরণে কবরের পাশে দাঁড়িয়ে
একটু দোয়া দরূদ পড়বে,
আর করবে পবিত্র কোরআন তেলাওয়াত!!


এমএসবি নাজনীন লাকী
২২শে মে,  ২০১৩