বাংলাদেশর সরকার নিয়ে কত শব্দ,
সরকারের শাসনে জনগণ হয় জব্দ।
প্রজাদের নেই মনে শান্তি,
দেশের নাম দেয় গণপ্রজাতন্ত্রী।
দেশে নেই সমাজ তন্ত্র,
হাঁরিয়েছে তারা গণতন্ত্র।
নেতৃত্বকারীরা স্বার্থের লোভি,
তারা শাসনতন্ত্র গিয়েছে ভুলি।
দেশদ্রহীরা দেশের করে ষড়যন্ত্র,
কীভাবে ধ্বংস করা যায় শাসনতন্ত্র?
অর্থ পাচার হয়ে যায় অন্য দেশে,
খাদ্য বিনা মরি মোরা সর্ব শেষে ।
ভেঙ্গে দেয় অর্থনৈতিক মেরুদণ্ড,
মোদের শিক্ষা গ্রহণের শ্রম হয় পণ্ড।
অর্থ দিয়ে অযোগ্য হয় ডাক্তার,
ভুল চিকিৎসায় মারা যায় কত আক্তার!
শিক্ষা, চিকিৎসা মোরা না পায়,
ভালো টা নিতে তারা বিদেশে যায়।
নেই কোন বাক স্বাধীনতা,
মৌলিক অধিকারে রয়েছি পরাধীনতা।
দেশের কিছু উচ্চ কর্মকর্তা গণে,
বিদেশি দালান জানে সর্ব জনে।
কত ছলে বলে ক্ষমতা দখলের তরে
মানবের জীবন নিয়ে খেলে,অনেক মরে।
দেশে শক্তি আছে যাদের,
নির্মম নির্যাতন করে দুঃখীদের।
কত মায়ের সন্তান দেয় প্রাণ!
হে! মানবগণ কর পণ,
আর বোমা বাজি নয়,
আর মানব হত্যা নয়।
আপনি বাঁচুন অন্য কে বাঁচতে দিন,
শোধ করুন সত্য, স্বাধীনতা ও মানবতার রিন।
হে মানবগণ! জ্ঞানের বিচার করুন,
সত্য ইসলামের ঝাণ্ডা তলে আসুন।
আর ঐক্যের বলে হও বলিয়ান,
তবেই অন্তরীক্ষে উড়িবে বিজয় নিশান।
এক বাদশা হয়ে আছে সুযশ শাসকের কান্তি,
তাঁর শাসন আমলে এই মর্তে ছিল শান্তি।
তিঁনি ছিলেন মানব মায়াবী,
বিনা রক্তপাতে জয় করেন পৃথিবী।
মদিনার জনগন ছিল একত্ব,
অধিপতির মানবের প্রতি ছিল কত মমত্ব!
তাঁরা গঠন করে মদিনার সনদ,
ফলে সকলে ভোগ করে প্রমোদ।
এই নৃপতি হচ্ছেন মুহাম্মদ রাসুল,(সাঃ)
তাঁকে অনুসরণ করতে করনা ভুল।
হে সরকার, কর বরণ,
সেই রাসুলের (সাঃ) অনুসরণ।
ফিরে পাবে সুখ,
দেশে থাকবে না দুঃখ ।


০৭-১০-২০১৫