সংগ্রাম মানবের নেশা,
সংগ্রাম মানবের পেশা।
মানবের দেহ খানি,
একটি জীবন্ত রণ ক্ষেত্র জানি।
মায়ের উদর হতে আগমনের পরে,
চিৎকার সহিত কেঁদে সংগ্রাস আরম্ভ করে।
লড়াই করে গ্রহণ করি নিঃশ্বাস,
সমর করে ত্যাগ করি প্রশ্বাস।
রণ করে খুলি আঁখি,
যুদ্ধ করে সমস্ত অবনী দেখি।
লড়াই এর বলে পান করি মায়ের স্থন,
বেঁচে থাকার পাই সমর্থন।
মানব দেহে অনুচোক্রিয়া,
জীবাণুর সাথে যুদ্ধ করিয়া।
ধীরে ধীরে মানব দেহখানি বিকশিবে,
হাটিতে শিখি আমি যুদ্ধ করে অভিকর্ষের বিরুদ্ধে।
আসিবে সময় হাঁরাতে শক্তি প্রতিকুলের,
হৃৎপিণ্ডে করিবে না সংগ্রাম জয়ি হবে শক্তি অনুকূলের।
শাফায়াত বলে যায়, স্বার্থক হতে চাই রণ,
যুঝি বিনে বাঁচে না মানবের প্রাণ।


০৩-০৯-২০১৫