আল্লাহ
আলমের স্রষ্টা তুমি
সৃষ্টি আমি
মাফ/ (ক্ষমা) কর আমারে।।
তুমি গফুরো গাফফার শুনি
কোরআনের ধ্বনি
তাই তওবাকারী বান্দারে।।


আমি পথ হাঁরিয়ে
মিশেছি পাপেতে গিয়ে
ভরেছি খাতা
তুমি দাতা
সাফ কর অন্তরে।।


ডুবেছি মহা পাপে
হাক্কুল ইবাদের পরিতাপে
করেছি হক প্রদান
দেখাও প্রভু তোমার প্রতিদান
মাফ করে নাও পাপের পাথারে।।


জেনা করেছি শারীরিক
বাদ দেয় নাই মানসিক
সমাজে রুখি নাই
নফছের তাড় নাই
চালিয়েছি জীবন ভরে।।


করেছি কী শিরকের মত অন্যায়?
ভেসেছি কী সুদ ঘুসের বন্যায়?
মিথ্যা,প্রতারণা ও পরচর্চার ফাঁদে
পড়িতে চাই না,পাপে মন কাঁদে
ক্ষমা কর গুনাহ জানা অজানারে।।


হাক্কুল্লার পথ ভুলে
গিয়েছি   অভিশাপের মুলে
গোনায় লিপ্ত হয়েছি ইচ্ছা অনিচ্ছায়
শয়তানের প্ররোচনাই
রহমতে আলমের খাতিরে মাফ কর বান্দারে।।


ডুবে আছি তোমারি নিয়ামতে
বড়ই অকৃতজ্ঞ আমি এ জগতে
শুকরিয়া করি নাই আদায়
এখন এ পাপের চাই বিদায়
নিজ গুনে দূর কর মোর পাপের আধারে।।


তুমি যদি দাও গো আমায় ছাড়ি
পরকালের আজব দেব কেমনে পাড়ি
যতই পাপ ও পূণ্য করি পরাণ ভরি
তবুও  ভরসা রাখি তওবা করি
মেনে নিয়ে বিধান শঁপিয়ে দিলাম পরাণ তোমারে।।


মোরে কুমন্ত্রণা দেয় শয়তান
জিহাদ করিব নিয়ে ইমান
দিবা নিশি আছি আশে
সদা থাকিব মদিনার জামাতের পাশে
মাফ ব্যতিত/(ছাড়া) নিও না ওপারে।।


পাপে জীবন হাহাকার
আসে মরণ অন্ধকার
ভেবে আমি শাফায়াত
মুর্শিদে হইলাম বাইয়াত
মাহবুবুর রহমানের কাছে /(হাতে)তওবা পড়ে।।