ভেবে গো নাহি অন্ত পায়
খোদার ভেদ বুঝা দায়
কেন পেটে ক্ষুধা কে দিলে?
পেটে তো খায় সত্য গিলে।
নরকে ডর আছে জানে
দীনতা কী আইন  মানে?
অন্ন দেয় যারা এ ভবে
তার মিথ্যা কয়তে হবে
শুধুই পেট তোর জন্যে।।


লোভের তাড়নায় নীতি
ক্ষয় সত্য প্রেমের প্রীতি,
যা নয় প্রাপ্য মোর তরে
মিথ্যায় লোয় স্বীয় করে,
ক্ষীপ্ত মত্ত জঠরজ্বালা
মেটাতে পরে মিথ্যা মালা,
ধন সম্পদ অর্থ নারী
পাওয়া চায় বাড়ি গাড়ি
শুধুই লোভ তোর জন্যে।।


মিথ্যা ভুলে ভোরা আমিত্ব
সর্ব মাঝে চায় স্থায়িত্ব।
শেষে  নিজ ডুবেছ  যবে
কামনা, গ্রাসে পড় সবে।
কল্পনা জল্পনার ছলে
আসুক সর্ব আমি দলে,
রটাও নিজ মতোবাদ
ক্ষয় সত্যে অমৃত স্বাদ
শুধুই আমিত্বর জন্যে।।


অন্য ভালো চাই না মনে
কলুষ মন ইর্ষা পণে,
পদ তলিত হোক সবে
মোর কাছে দারস্থ রবে,
মর্তে আমি একাই রাজা
আমি ছাড়া সবাই প্রজা,
মনে উদিত ঈর্ষা সূর্য
মনুষ্য ক্ষয় যে মাৎসর্য
শুধুই ঈর্ষা তোর জন্যে।।


সংসারে হারিয়ে ঐ ধৈর্য
তর না সই করে গর্জ,
না বুঝে মানবের কেহ
আত্মা কে করে ছাড়া দেহ,
ক্রোধানলে যায় গো পুড়ে
থাকিতে পারি নাই দূরে,
চলছি কোপের গতিতে
রোষানলের পৃথিবীতে
শুধুই ক্রোধ তোর জন্যে।।


আছে মর্তের উচ্চ পদে
তাই ডুবেছে আত্ম মদে,
হয়েছে ধনমদে মত্ত
সবই বিধাতার দত্ত,
সদা এ কথা রাখ মনে
দম্ভ করে না বিঙ্গজনে,
গর্ব করে না পশু পাখি
বন্ধ মনুষ্যত্বের আখি
শুধুই দম্ভ তোর জন্যে।।


প্রতি জীবে জাগিবে কাম
বশে শ্রেষ্ঠত্বে রাখ দাম,
কামে কর না বীর্য নষ্ট
হবে মানুষ কুলভ্রষ্ট,
রবে না দেহ মনে শৌর্য
সর্ব ক্ষেত্রে হাঁরাবে ধৈর্য,
অপ্রয়োজনে ব্যয় যবে
জরা জড়িত জীর্ণ হবে
শুধুই কাম তোর জন্যে।।


ধরা ছেড়ে করবে ক্রান্তি
গেল না তোর মোহ ভ্রান্তি,
সব কিছু করলি দাবি
সব কী তোর দেখ ভাবি?
ক্ষয়শীল দেহের নীতি
রেখে যাওয়া বিশ্বে রীতি,
ত্যাগি হয়ে মানুষ্য তরে
যেতে পারে না কিছু করে
শুধুই মোহ তোর জন্যে।।


ষষ্ঠ রিপু করে দমন
শ্রেষ্ঠত্বে করিও গমন,
ত্যাগ করিয়া ঐ পশুত্ব
তবেই পাবে মনুষ্যত্ব,
নফ্সের যত কুবৃত্তি
ছাড়িয়া দাও দুর্বৃত্তি,
কর না আর দোষা দোষী
কুবৃত্তি বাঁধ দিয়া রোশি
শুধুই শ্রেষ্ঠত্বর জন্যে।।