আগ্রাসনকে আলিঙ্গন করে পৈশাচিক উন্মাদনায়  
স্বাধীনতাকামীর পানি, খাবার ও ওষুধ বন্ধ করে
নৃশংসতাকে ন্যায্য বলে বিপর্যয় মুক্ত
মৌলিক মানবিক অধিকারের  বসতি দখল ।


গণহত্যায় ব্যবহার্য অমানবিক জীবন যাপন
ন্যায়বিচার ও স্বাধীনতার অধিকারকে রক্ষা
উপেক্ষা, নির্বিচার শিশু  নারী  বয়োবৃদ্ধ
মানুষ হাহাকার, বিধ্বস্ত বাড়িঘর ।


যুদ্ধ বন্ধ করে নারকীয় হত্যাযজ্ঞে অবরোধ
উদাত্ত আহ্বান ধ্বংসস্তূপের নিচে আত্মসমর্পণ
মানবিক অধিকারের মৃত্যু ।
কে কবে জিতে ছিলো করে যুদ্ধ ?
মানবতা হয়েছিল পরাজিত শুধু রক্তক্ষরণ
শক্তিধর  সঙ্গে কোলাকুলি ভূপাতিত বিশ্ব
মানবিক সংকট নিরপরাধ মানুষের জীবন
অবরুদ্ধ বিদ্যুৎ, পানি, জ্বালানি, খাবার ও চিকিৎসা ।