আকাঙ্ক্ষিত আত্মা জীবন ঝাঁক বেঁধে ,
বাসা বাঁধে পরবাসে জীববৈচি আলয় ছোঁয়া।
মসৃণ, হৃদয়ের সুরে ,আর চমত্কার
ওড়াউড়ির ,প্রতিধ্বনির মাঝে নিত্যনতুন।


বিপরীত রঙের স্নিগ্ধ আমেজ সাজাতে পারে
হাতছানি উপেক্ষা করা বৈচিত্র্য শর্ত জুড়ে
মিষ্টি হাস্যোজ্জ্বল অনুপ্রেরণা শুভ্রতা ছড়িয়ে
ভালোবাসার গহীন বর্ণিলে জ্বলে অপেক্ষায় ।


জীবন আবেগ রুক্ষ সময়েই গাঢ় সবুজ অপেক্ষা
যদি যায় বেঁকে, বন্দুর পথ, তোমার আমার পূর্ণতা
ঘুরেফিরে হৃদয় পরিযায়ী পাখির খোঁজে জীবন
বিষাদের দিন বুক উঠে কেপে, ঘোর অমানিশা ।


দূর হয়ে জড়িয়ে জীবনকে অনুভব জলের স্রোতে
মনের স্বরূপ বিড়ম্বনায় আদ্যন্ত অনুগত ছুঁয়েছে.
নৈকট্যবোধের তীব্র আকাঙ্ক্ষা মনান্তর হয়ে
মৃদু মন্ত্র বুনেছে হৃদয়গ্রাহী প্রতিটি হৃদস্পন্দনে ।