সব মানুষ নিজের ভেতর প্রেমিক
সুধু সময়ের অপেক্ষা তার অভিষেক
কখন ভোমর এসে ফুটায় তার ফুল
যখন মেঘ দল বাসে বাধা
বুঝি সবই ভুল


যদিও ফেরবেনা সেই দিন
যা হারিয়েছে,করে যতই ঋন
তিমির রজনী শেষে
উঠবে ভোরের আলো
জাগ্রত হয় মানবাধিকার
তবেই হবে ভালো।


মনের চিলে কোঠায়
যার নিত্য যাওয়া আসা
তার অভিষেক রাতদিন
শুধুই কাছে  পাওয়ার প্রত্যাশা
নিয়ন আলো যতই জলুক
মনের আলোই আলোকিত
গভীর ঘুমে মগ্ন জীবনের হিসেব
সাদা-কালো ছবি