এখন পরাধীনতার শিকল ,
বন্দি পায়ে বাধ্য আমার অধিকার ।
সভ্য মনে ঢাকা জানি অন্য সকাল,
হাসিমুখে এ কাঁটাতারে করি চিৎকার।


আবেগে অমীয় পরিবারে,
অদৃশ্য দেয়াল, ঘরের বাহিরে
অবলম্বন স্বার্থহীন ভালোবাসা
কণ্টকাকীর্ণ লৌকিকতার চাদর ।