৫০ বছর পেরুলেও স্বাধীন বাংলাদেশ
আজো অনিশ্চিত সর্বস্তরে মৌলিক অধিকার
স্বাধিকারের লড়াইয়ে অর্জন,অর্জিত আমার
স্বাধীন-সার্বভৌম,স্বাধীন বাংলাদেশ।


চেতনা বিরোধীরা আজো  অবরুদ্ধ করে সংবেদন ধূলিকণার রাস্তা-ঘাট,
শিক্ষা প্রতিষ্ঠান, রাতারাতি মহার্ঘ কলুষিত,
প্রশ্নপত্র শেয়ার কৌশলে, ভর্তি বাণিজ্য আছাদন
স্পর্শকাতর জাতি মানবেতর জীবন যাপন ।


শিক্ষার মান ভুগছে  অসহিষ্ণু মানুষিক যন্ত্রণায়
অসচেতন ভার্চুয়ালে অন্ত্যেষ্টিক্রিয়া শিক্ষা ক্রম
দুর্বল মানবিক বোধ সম্পন্ন অদক্ষ, অযোগ্য  শিক্ষার্থী
শিক্ষার্থীর সক্ষমতাও ,সড়ক দুর্ঘটনায় হতাহত ।


হাসপাতাল করোনাভাইরাসে দুর্বিষহ জীবন
নির্ভুলতা আক্রান্ত রোগী শনাক্ত মহামারীর বানিজ্য
নিঃশ্বাস দুরত্বে স্যান্ডেলে পিষ্ট-মৃত জন। টিকা প্রত্যাশী হুড়োহুড়ি,নীলাভ আলো বিচ্ছুরিত,আহত সাজানো জীবন ।


যে যার খুশি মতো চলছে। বুড়ো আঙুল দেখিয়ে নিয়োগের অযোগ্য কর্ম ব্যবস্থা
করার কি কিছু নেই। প্রশ্নবিদ্ধ নতুন প্রজন্ম?
নির্ভুলতার ছড়াছড়ি সাথে নৃশংস আচরণ ,
সর্বনাশের নেপথ্য সর্ব স্তরে উদাসীন মহাজন ।


বুদ্ধিজীবী রপ্ত,পরিণত প্রতিবন্ধী জাতি
৪৮ থেকে ’৫২ কিংবা  যে চেতনা বিকাশ
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ভিত্তি
আজ কোনপথে শান্তিপূর্ণ সুখী সমৃদ্ধ দেশ ।


অর্জনেই যেন সীমাবদ্ধ,পরিপন্থী বাস্তবায়ন,
উপজীব্য বিধিনিষেধ ভেড়াজালে,স্বাধীন বাংলাদেশ ,
অন্যায়বাদী আচরণ ঝুঁকি পূর্ণ দেশের অর্থনীতি উপস্থাপন ব্যহত উন্নয়ন,
দুঃখ-দুর্দশা প্রণয়ন ঠেলে তারুণ্যের জয়ী জাগ্রত ফলপ্রসূ উদ্যোগেই,ভালোবাসাই দেশপ্রেম!