পলাশের বিলাসে রাঙাও তোমার মন
পাস কাটিয়ে যাও তুমি মুমূর্ষু করে যখন তখন।
আমার ভালোবাসা ঠেলে তুমি দূরে,
তোমায় বাঁধিয়েছি আমার হৃদয় ঘরে।
মিছে মায়ায় সেই নিবিড় আলিঙ্গন,
অনন্তের দিগ্বলয়ে দাঁড়িয়ে
আপন মুক্ত বাঁধন, চিত্ত উদাস ছোঁয়া,
তোমার আমার গোধূলির দ্বীপশিখা।
শূন্যতার অলিন্দে রয়ে যায় স্মৃতি,
নিভে যাওয়া প্রদীপের ক্ষীণ আলোর মতো।
তোমার ছোঁয়া যেন মরীচিকা আজ,
যতই ছুঁতে যাই, ততই ফেলে দূর আকাশ।
বাতাসে মিশে থাকা পুরোনো সে গান,
আজও কি শুনতে পাও তার সুরের আহ্বান?
চেনা পথে হাঁটলেও অচেনা লাগে,
তোমার স্মৃতিতে জড়িয়ে আছে সব বাঁকে।
পলাশ ফুটে আছে, আগুন রঙা শাখায়,
তোমার ফেরার প্রতীক্ষায় অনন্ত পথচলা।
ভালোবাসা কি তবে শুধু একলা বয়ে চলা,
নাকি স্মৃতির আকাশে নিঃশব্দ আলো জ্বলা?