পড়ন্ত বিকেল গড়িয়ে সন্ধ্যা,
সেকেন্ড মিনিট তার পর ঘন্টা,
একটু একটু করে সময়টা এগিয়ে যাচ্ছে,
তার সাথে তুমি,
সময়ের সাথে দুরত্বটা বেড়েই যাচ্ছে।
মায়াবী সন্ধ্যা পেরিয়ে মধ্য রাত,
মন ও মননে নেই কোন ক্লান্তির চাপ,
নিদ্রাহীন আখিঁ।
জেগে আছে চাঁদ,
মায়াবী রাত,
আর একাকী এই আমি।
মধ্য রাত পেরিয়ে স্নিগ্ধ সকাল,
তারাদের নিভু নিভু আলো,
তবু মনটা হয় না ভালো,
কল্পনাটা কেমন যেনো,
হয়ে আছে অগোছালো।
হতাশার কালো ছায়াতে,
কেটে গেলো আরেকটি নির্ঘুম রাত।
জীবন চলে যাচ্ছে,
নদীর বহমান স্রুতের মত,
তারপরেও বেঁচে থাকা,
কোন এক মিথ্যে সান্তনা নিয়ে,
বেঁচে থাকার প্রয়োজনে।