শিতের সকালের কুয়াশার মতো,
দুপুরের ব্যস্ততার মতো,
শেষ বিকেলের ক্লান্তির মতো,
স্নিগ্ধ নদীর শান্ত পানির মতো,
সন্ধ্যার আকাশের সৃয ডুবার মতো,
রাত্রির তারাদের মতো,
মাঝ রাতের চাঁদের মতো,
রাত জাগা পাঁখির মতো,
তুমি ঝড়িয়ে আছ বন্ধু,
আমার ভাঙ্গা হৃদয়ের মাঝে,
মিশে আছ শুধুই তুমি,
আমার হাসির মাঝে,
মিলে মিশে একাকার হয়ে,
শুধুই তুমি।
আছ আমার প্রতিটি শিরা উপশিরার মাঝে,
আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে তুমি,
বন্ধু শুধুই তুমি...