জীবন একটি চলন্ত ট্রেন,
তবে ট্রেন থেকে একটু আলাদা,
একটু না অনেক টাই আলাদা।
কিন্তু,
ট্রেন যেমন তার নির্দিষ্ট গন্তব্যা ছাড়া তামেনা,
থেমনি,
জীবন ট্রেন তার নিদিষ্ট গন্তব্যা মিত্যুর আগে থামে না,
তবে হঠাৎ করে জীবন ট্রেন ক্ষনীকের জন্য এলোমেলো হয়ে যায়,
ট্রেনে অনেক যাত্রীআসা যাওয়া করে,
কেউ স্থায়ি ভাবে থাকে না।
কিন্তু জীবনের ট্রেনে এক জন যাত্রী আসে,
যে,
কার ও জীবনে স্থায়ি ভাবে আসে,
আবার কার জীবনে ক্ষনিকের জন্য আসে,
যার জীবনে ক্ষনিকের জন্য আসে,
তাদের জীবনে রেখে যায়,
অনেক মধুর স্মৃতি।
যা দিয়ে সেই মানুষ টি,
তার বাকিটা জীবন কান্না ও হাসির মাঝ দিয়ে কাঠিয়ে দিতে পারে,
আবার কেউ কেউ তখনি তার জীবন ট্রেন তামিয়ে দেয়?
তার পরেও মানুষ,
আজ ও ভালবাসা কে ভালবাসে,
ভালবাসা কে সম্মান করে,
ভালবাসা কে নিয়ে গেছে অনেক উপরে।