একাকী বিষণ্য মন,
জানালার গ্রীল ধরে,
ঐ আকাশের পানে,
থাকিয়ে ছোট্ট এক নিশ্বাস।
শূন্যতার এক আলোক দৃশ্য
মন ও মননে প্রতিনিয়ত
সৃষ্ট কাল বৈশাখী ঝড়।
কি ছিলাম?
কি হলাম?
প্রশ্নে ঝড়জড়িত মন,
তবু উত্তরহিনা
ফিরে আসে প্রশ্ন গুলো।
আকাশে উড়ন্ত উড়ে চলা,
একটুকরো মেঘের প্রতিনিয়ত
কালো আর সাদা দৃশ্য,
কখনবা অঝড় শ্রাবণ।
নিদ্রাহীন মাঝ রাত্রীতে
কুয়াশাচ্ছন্য অন্ধকারে
বার বার শুধু খুঁজে ফেরা,
অসম্পূর্ণ কতিথ অতীত,
ভুল করে ভুল পথে,
ভুল কিছু স্বপ্নের কাছে,
কিছু অসহায়ত্ব আর বিবর্ণতা।
যান্ত্রিক শহুরে যান্ত্রিক কিছু দায়বদ্ধতা,
মাঝে মাঝে জীবনটা দূরবিসহতা,
টান পুরনের প্রবাহিত হয় প্রতিটি মুহুরত্ব,
মন তেপান্তরে সৃষ্টি করে ব্যপক বিশন্যতা,
একটু একটু করে নিয়ে যায় বহু বহু দূরে।