আমি এক স্বপ্নের ফেরিওয়ালা,
আজ এখানেত কাল ওখানে,
প্রতিনিয়ত স্বপ্ন ফেরি করে বেড়াই,
লাল স্বপ্ন নীল স্বপ্ন কাঁচা হলুদ রং এর স্বপ্ন।
সুখে থাকার ভূতের স্বপ্ন,
ভালোবাসার অবুঝ স্বপ্ন,
মন খারাপে বিকেলের স্বপ্ন,
সন্ধ্যা রাতের মায়াবী স্বপ্ন,
চাঁদনি রাতে জেগে থাকার স্বপ্ন।
আমি এক স্বপ্নের ফেরিওয়ালা।
মালটি কালার স্বপ্ন,
কষ্ট পেয়ে নষ্ট হবার স্বপ্ন,
মন হারিয়ে খুঁজে পাওয়ার স্বপ্ন,
ভুল করে ভুল পথে পা দেয়ার স্বপ্ন,
স্বপ্ন গুলো নষ্ট হবার স্বপ্ন।
কালো ললাটে রঙিন স্বপ্ন,
দুঃস্বপ্নে ঘুম ভাংগার স্বপ্ন,
চোখের পাতায় কাজলির স্বপ্ন,
তরুণীর উচ্ছাসে টুল পড়ার স্বপ্ন,
পাখি হয়ে উড়ে যাওয়ার স্বপ্ন।
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
আমি যে এক স্বপ্নের ফেরিওয়ালা,
কালো রং এর স্বপ্ন,
ঘাসের বুকে শিশিরে স্বপ্ন,
গাছের ডালে পাখির স্বপ্ন,
মানবীর চোখে যুবকের স্বপ্ন,
শিথল ছায়াতে সফলতার স্বপ্ন।
স্বপ্ন দেব আমি স্বপ্ন,
আমি যে এক স্বপ্নের ফেরিওয়ালা,
সকাল থেকে সন্ধ্যা স্বপ্ন ফেরি করি,
মধ্যে রাতে স্বপ্ন গড়ে থাকি।