ভালোবাসা নাকি নিষিদ্ধ প্রণয়!
কখনও বা গোপন অভিসার।
সে যাই বলো আর যে নামেই ডাকো-
ভেঙে গেলে একটি হৃদয় গোপনে কাঁদে!
পাথরে পাথর ঠুকে হয়তো সবসময় দাবানল সৃষ্টি হয়না।
হয়তো দম বন্ধ করা ধোঁয়া হয়না-কিন্তু স্ফুলিঙ্গ থাকে,
থাকে জ্বলে উঠার প্রত্যয়-জ্বালিয়ে দেবার আকাঙ্খা।
বর্ষার সব বৃষ্টিতেই বন্যা হয়না-পূর্নতা পায়না জলাধার।
আমার হৃদয়ে অল্প বর্ষাতেই বান ভেসে যায়,
তলিয়ে যায় হৃদয়ের পথঘাট-বিস্তৃন লোকালয়।
স্বপ্ন,প্রেম বা আবেগ যাই বল না কেন,
সে জলের উম্মাদ স্রোতে ভাসে আশ্রয়হীন জলদের মত।
আমিও ভেসে চলি স্রোতের তালে,জলদের মত-জলদের সাথে।
হয়তো সে জলেই তুমি একদিন পানসে নায়ে বৈঠা হাতে
জলপদ্ম বা শাপলা তুলতে নামবে।
নৌকায় তুমি-বৈঠা হাতে,দৃষ্টি তোমার অনেকদূর-
কোন জলপদ্ম বা শাপলা দিকে।
আর আমি?
তোমার বৈঠার ঢেউয়ে ভেসে যাই দূর হতে অনেকদূরে!
তোমার দৃষ্টির আড়ালে।