ধুলার মাঝে লুটিয়ে আছে
একটি লাল গোলাপ।
ঘাসের উপর গড়াগড়ি খাচ্ছে
ছিপি খোলা শরাবের বোতল।
ছুড়ে ফেলা সিগারেট থেকে
এখনও ধোয়া উড়ছে।
অনলাইনে পাঠানো ম্যাসেজ
এখনও সিন হয়নি।
এখনো বাতাসে মিশে আছে
তালকাটা বাঁশির সুর।
পাশে পড়ে রক্ত মাখা
কবিতার খাতা।
আজ একটি অপমৃত্যু হয়েছে
কবি নাকি কবিতার?