এইতো সেদিন তুমি আমি
                   বসে গাছের ছায়ায়,
সাজিয়েছিলাম জীবন
                   অসীম কল্পনায়।


অপলক তাকিয়ে তুমি
                   বললে হাত ধরে,
কথা দাও প্রিয়তম,
                   যাবেনা তো ছেড়ে।


আমি তোমার হাতটি টেনে
                  বুকের উপর রাখি,
শূন্য খাঁচায় লাভ কি বল
                  উড়ে গেলে প্রাণ পাখি?


চোখের জলে বললে তুমি
                 পারবোনা থাকতে ছেড়ে,
ওড়না দিয়ে রাখব বেঁধে
                  চাইলে যেতে দূরে।


মুচকি হেসে বললাম আমি,
                 পাগলী মিছে কর ভয়
তোমার মুখটি দেখেই যেন
                  আমার সকাল শুরু হয়।


সাক্ষী ছিল আকাশ তরু
                  সাক্ষী লেকের জল,
আজ বুঝেছি সেদিন তুমি
                  সব করেছো ছল।


তুমি আজ সুখেই আছো
                   আমি দহন কালে,
তোমার পুকুর সমান প্রেম
                   কেমনে যাই ভুলে?