প্রথম যেদিন আমি প্রজাপতি ধরেছিলাম,
সেদিন আমি বিষ্ময়ে তাকিয়েছিলাম।
প্রজাপতির ডানায় স্বপ্নের শত রঙ দেখলাম,
অপলক দৃষ্টিতে দেখলাম ঈশ্বরের অপার সৃষ্টি।
প্রজাপতির ডানা স্পর্শ করে মনে হয়েছিল,
আমি হয়তো দুহাতে সাত রঙের রংধনু ছুঁয়েছি।
ডানা স্পর্শ করতেই লজ্জাবতীর মত গুটিয়ে গেল!
ছটফট করছিলো যেন মৃত্যু যন্ত্রনা নিয়ে।
বাম হাত দিয়ে তালু বন্দি করতেই উড়ে গেল,
শত ডানার শত রঙের প্রজাপতি।
আমার ভালোবাসা এঁকে দিলাম প্রজাপতির ডানায়।
শত রঙের শত ডানার প্রজাপতি।
পাখায় আমার প্রেমের রঙ মেখে উড়ে গেল।
আর ফিরে আসেনি সেই ফুলে,
হয়তো সে সব গেছে ভুলে!
আমারই ভুল ছিলো,ভুল গুলোই প্রেম ছিলো,
প্রজাপতিটি শুয়োপকার বিবর্তন ছিলো।